স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ও শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের সহযোগিতায় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ ইত্যাদি সম্পর্কে জনগণকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিটিভি’র জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত তথ্য অফিসার উজ্জল চন্দ্র শীল। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দিয়ে আসছে। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের অংশগ্রহণ প্রশংসনীয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের কারণে গ্রামীণ উন্নয়নে সুফল মিলছে। বর্তমান সরকার বাংলাদেশে নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। নারী উন্নয়নের ক্ষেত্রে সরকার যেসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে সেসব উন্নয়নের বার্তা নারী কর্মীদের মাধ্যমে নারী সমাজের কাছে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, সরকার নারীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলছে। যার মাধ্যমে নারীর বেকারত্ব দুর হচ্ছে। বাল্যবিবাহ আমাদের সমাজের একটি ব্যাধি। বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোথায় বাল্যবিবাহ হলে প্রশাসনকে খবর দিতে হবে। প্রশাসনকে জানালে প্রশাসন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সমাবেশে নারীরা তাদের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে তা সমাধানের আশ^াস দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com