স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচলের বৈধতা চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা ব্যাটারীচালিত অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে শহরের নিউফিল্ডে সংগঠনের নেতবৃন্দ আলোচনা সভা শেষে সংগঠনের বিশাল র্যালি নিয়ে নিমতলা প্রাঙ্গণে সমাবেশে মিলিত হন। সংগঠনের সভাপতি মোঃ গনি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও উমেদনগর বড় বাড়ির বাসিন্দা মোঃ হাফিজুর রহমান হাফিজ, অ্যাডভোকেট ওয়াহিদ মনির, আব্দুল আজিজ ইউনূছ, মোঃ জালাল উদ্দিন শাহীন, মোঃ নায়েব হোসেন, মুজিবুর রহমান, মোঃ ধনু মিয়া, মোঃ অনু মিয়া, মোঃ মান্নান, মোঃ সাজন, পলাশ চৌধুরী, মুজিবুর রহমান খান, রাহিম চৌধুরী প্রমূখ। সভায় বক্তারা বলেন, ব্যাটারীচালিত অটোরিক্সা একটি পরিবেশ বান্ধব পরিবহন। এ পরিবহনটি দিয়ে যাতায়াতের সুবিধা রয়েছে। শহরের অলি-গলি দিয়ে এ পরিবহনে লোকজন চলাচল করতে পারেন। বক্তারা আরও বলেন, এক সময় হবিগঞ্জ পৌর শহরে ৬ হাজার পায়ে চালিত রিক্সা চলাচল করতো। যখন জনসাধারণের কোন বাহন ছিল না, তখন পায়ে চালিত বাহনই ছিল যাতায়াতের একমাত্র সম্ভল। আদি এই রিক্সাটিকে অবজ্ঞা করা কোন ভাবে উচিত নয়। বক্তারা বলেন, যখন শহরে টমটম চলাচল শুরু করে তখন টমটম চালকদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সেই সব রিক্সা চালক বিভিন্ন এনজিও, ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং ধার কর্জ করে ব্যাটারীচালিত অটোরিক্সা ক্রয় করেন। এসব ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচল বন্ধ করে দিলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়বেন এবং কোন ভাবেই ঋণ পরিশোধে সক্ষম হবেন না। শ্রমিকদের পরিবারের কথা সুবিবেচনা করে হবিগঞ্জ শহরে ব্যাটারীচালিত অটোরিক্সা চলাচলের বৈধতা দেয়ার আহবান জানানো হয়। শ্রমিকদের অতি কষ্টে ক্রয় করা প্রায় ৩শ’টি রিক্সা পৌরসভা এবং অন্যান্য জায়গায় পুলিশ প্রশাসন আটক করে রেখেছে উল্লেখ করে বক্তাগণ অনতিবিলম্বে রিক্সাগুলো ফেরত দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানান। সংগঠনের নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। উদ্ভুত পরিস্থিতি আলোচনায় সমাধান না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়।
সমাবেশ শেষে সংগঠনের নেতৃবন্দ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক জানান, পৌরসভার মেয়রের সাথে আলোচনা করে এই বিষয়টি নিয়ে ব্যাটারীচালিত অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ আলোচনায় বসে তার একটি সুষ্ঠু সমাধানের আশ^াস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com