নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে মেকানিকের দোকান থেকে মালিকবিহীন একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিএনজিটি উদ্ধার করা হয়। এদিকে মালিক ও নাম্বারবিহীন সিএনজি নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ দিন পূর্বে সিলেট ওসমানীনগরের জনৈক ব্যক্তি নাম্বারবিহীন ওই গাড়িটি বিক্রির জন্য মিলনগঞ্জ বাজারের মেকানিক রুবেল মিয়ার গ্যারেজে দিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ মেকানিক রুবেল মিয়ার গ্যারেজ থেকে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্র দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। গাড়িটি চোরাই নাকি মালিকানা তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com