স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কোন ব্যবসায়ী লবণের দাম বাড়িয়ে অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লবণের দাম যাতে কেউ বাড়াতে না পারে সেদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা লবণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, বিসিকের সহকারি ব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শাসছু মিয়া, সাধারণ সম্পাদক হাজী ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com