চুনারুঘাটে গ্রামীণ নারীদের দক্ষতা অর্জনে তথ্য আপার উঠান বৈঠক
নুর উদ্দিন সুমন ॥ বর্তমান সরকার প্রতিশ্রুত বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তথ্য প্রযুক্তির বিভিন্ন ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। সর্বত্রই লেগেছে ডিজিটালাইজেশনের ছোঁয়া। সকল কার্যক্রমেই দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার। কৃষক এখন মাঠে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে পাচ্ছেন কৃষি সংক্রান্ত সকল সেবা ও পরামর্শ। প্রত্যন্ত পল্লীর নববধু স্কাইপে কথা বলছেন তার প্রবাসী স্বামীর সাথে। সরকারের সকল নাগরিক সেবা হয়েছে ডিজিটালাইজড। তথ্য প্রযুক্তি ব্যবহারে সমান অধিকার ও সুযোগ দিয়ে নারীদের সামাজিক অবস্থানকে আরো উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে অবদান রাখছে তথ্য প্রযুক্তি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মহৎ উদ্যোগ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি তথ্য প্রযুক্তির ক্ষমতা ও দক্ষতার সাহায্যে নারীর ক্ষমতায়ন উদ্যোগকে গুণগতভাবে এবং পরিমাপযোগ্যভাবে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া যায়। তথ্য প্রযুক্তিনির্ভর এসব কার্যক্রমে গ্রামীণ জনপদের পিছিয়ে থাকা নারীরা এখনো তেমনভাবে সম্পৃক্ত হতে পারেননি। এসব সুবিধাবঞ্চিত গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদানের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা; ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন নামে একটি প্রকল্প চলছে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ৪’শ ৯০টি উপজেলায় একটি করে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব তথ্য কেন্দ্রের মাধ্যমে তথ্য কেন্দ্রের তথ্য সেবা, ডোর টু ডোর তথ্য সেবা এবং উঠান বৈঠক-মুক্ত আলোচনা ও সচেতনাতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি তথ্য কেন্দ্রে একজন তথ্য সেবা কর্মকর্তা ও দুইজন তথ্য সেবা সহকারী তথ্য প্রযুক্তি সেবা প্রদানের কাজে নিয়োজিত আছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার মুড়ারবন্দ দরগা গেইট সংলগ্ন ইকরা উচ্চ বিদ্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য সেবা কর্মকর্তা সোনালি রাণীর সভাপতিত্বে ও তথ্য সহকারী রিপা তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডাঃ মোঃ মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুবায়েদা হেবা সুলতানা, শিক্ষক মোঃ আব্দুল মান্নান, আব্দুল্লাহ, সাইদুল ইসলাম, সুবর্না রানী দাস ও তথ্য সেবা সহকারী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও অফিস সহকারী মোঃ হাসান আলী প্রমুখ। অলোচনা শেষে সেবা গ্রহীতাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com