স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে গ্রাম পঞ্চায়েতের নামে একদল প্রভাবশালী একটি পরিবারকে সমাজচ্যুত করে পাহারপুর বাজারে ওই পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েও ক্ষ্যান্ত হয়নি। এখন তারা ইউএনও’র কাছে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হয়রানীর চেষ্টা করছে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্বকালনী গ্রামের প্রভাত সরকারের পুত্র প্রিয়তোষ সরকার রানু জানান, তার সাথে এলাকার শৈলেষ চন্দ্র দাস, কুঞ্জুলাল দাস, হীরেন্দ্র চন্দ্র দাস গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে ৭ নভেম্বর এলাকার প্রভাবশালীদের নিয়ে গ্রাম্য পঞ্চায়েতের মাধ্যমে বৈঠক করে তার পরিবারের সকল সদস্যকে সমাজচ্যুত করে পাহারপুর বাজারে কল্প ট্রেডার্স নামে তার ব্যবসা প্রতিষ্ঠানে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয় প্রভাবশালীরা। এর প্রতিবাদে গত সোমবার সকালে প্রিয়তোষ সরকার রানু তার স্বজনদেরকে নিয়ে তালা ঝুলানো ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আমরণ অনশনে বসেন। ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও পাহাড়পুর বাজার ব্যবসায়ীদের মধ্যস্থতায় বিষয়টি সালিশে নিষ্পত্তির আশ্বাসে অনশন প্রত্যাহার করেন। এদিকে অনশন প্রত্যাহার করলেও তাদের রোষানল থেকে রেহাই পাননি প্রিয়তোষ সরকার রানু। বিরোধ নিষ্পত্তি না করে উল্টো বৃহস্পতিবার উপরোল্লেখিতরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির মিথ্যা অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
সমাজচ্যুত ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েও ক্ষ্যান্ত হয়নি প্রভাবশালীরা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com