স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ টাউন হলে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীমের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্ল্যা চৌধুরী। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা আনসার অ্যাডজুডেন্ট তানজিনা বিনতে এরশাদ, কবি তাহমিনা বেগম গিনি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
কর্মশালায় জেলা প্রশাসক বলেন, যারা গ্রাম পুলিশ হিসাবে বিভিন্ন এলাকায় কাজ করেন তারা টহল আরও বেশী জোরদার করতে হবে। কোন সন্দেহজনক কর্মকান্ড চোখে পড়লে থানা ও প্রশানকে দ্রুত অবহিত করতে হবে। এছাড়াও বর্তমানে যে গুজব সৃষ্টির প্রচেষ্টা চালানো হচ্ছে তা যদি কারও চোখে পড়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রশাসনকে অবহিত করতে হবে। সেমিনারে জেলার ৭৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদাররা অংশগ্রহণ করেন।