স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কামাইছড়া-বড়গাঁও নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় সিতারা বেগম (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। সে বড়গাঁও গ্রামের আলী হায়দারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ওই সময়ে সিতারা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যায় সিতারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে এসআই অভিজিৎ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com