স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবারও বাস চলাচল বন্ধ ছিল। সকাল থেকে হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-ঢাকা রুটসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে কোন বাস চলাচল করেনি। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দিনভর পৌর বাস টার্মিনাল এলাকা ছিল জনমানব শূন্য। শ্রমিকদেরও দেখা মেলেনি। বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীদের সিএনজি অটোরিকশাসহ হালকা যানবাহনে চলাচল করতে দেখা গেছে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রীদের।
জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, শ্রমিকরা আসছে না। তারা গাড়ি চালাচ্ছে না। এ অবস্থায় আমাদের কিছু করার নেই। আমরা ধর্মঘট বা বাস বন্ধ রাখার কোন ঘোষণা দেইনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com