নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গনেশপুরের এক নারীকে শ্লীলতাহানি করার অভিযোগে মিতালী পরিবহনের বাস চালক রাসেল মিয়াকে (৩০) আটক করে উত্তম-মধ্যম দিয়েছে জনতা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শ্লীলতাহানীর শিকার নারীর স্বজনরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বাস চালক রাসেল মিয়াকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে কান ধরে উঠবস করায়। পরে অভিযোগ পেয়ে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে আটক রাসেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে সাংবাদিকরা উপস্থিত থাকায় পুলিশের কাছ থেকে চালককে তাৎক্ষণিক ছাড়াতে না পেরে দালালরা উত্তেজিত হয়ে উঠে। এ সময় তারা (দালালরা) সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকী দেয়। আটক রাসেল বরিশালের ভোলা জেলার বাসিন্দা বশির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকার সায়েদাবাদ থেকে বাড়ি ফেরার জন্য মিতালী বাসে উঠেন গনেশপুরের এ নারী। বাসটি ছেড়ে ভৈরব এসে দাড় করায়। এ সময় ওই নারী প্রাকৃতিক কাজের স্থান কোথায় পাওয়া যাবে চালক রাসেলকে জিজ্ঞেস করেন। রাসেল তাকে বলে এ স্থানে নিরাপত্তার অভাব রয়েছে। তবে চিন্তা করতে হবে না, আসুন আমার সাথে। তার কথায় সরল বিশ্বাসে ওই নারী প্রাকৃতিক কাজ সারার জন্য তার সাথে যান। সুযোগ বুঝে সে ওই নারীর শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় তিনি শোর চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হন। তাৎক্ষণিক কৌশলে ওই মহিলা যাত্রীর হাত পা ধরে ম্যানেজ করে তাকে বাসে নিয়ে আসে চালক।
এদিকে বুদ্ধি খাটিয়ে ওই নারী মোবাইলে বিষয়টি তার স্বজনদেরকে জানান। পরে তারা নতুন ব্রিজ এসে তাকে বাস থেকে উদ্ধার করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com