নিজস্ব প্রতিনিধি ॥ কেক কাটার মধ্যদিয়ে জমকালো পরিবেশে পূবালী ব্যাংক লিমিটেড গুনিনগঞ্জ বাজার (গ্যানিংগঞ্জ) শাখায় ব্যাংকের ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শাখা ব্যবস্থাপক দিপক কুমার দাশ কেক কাটার মধ্যদিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গুনিনগঞ্জ বাজার শাখা কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, সাবেক ব্যাংকার মোঃ ফজলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ওসাবেক ইউপি মেম্বার সামছুল আলম, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও মেটলাইফ এর এফ.এ বশির উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দিন আগাখান, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের বানিয়াচং উপজেলার সিনিয়র সহ-সভাপতি যুবলীগ নেতা আলতু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোশাহিদ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক দিপক কুমার দাশ বলেন, পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থার জায়গা। এ ব্যাংকের ঐতিহ্য গৌরব এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com