স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বোমাপুর গ্রামে হাঁস ছড়ানোর ঘটনা নিয়ে সৃষ্ট সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এনামুল হক নামে এক জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আহত বোমাপুর গ্রামের আলাই মিয়ার পুত্র গোলাপ মিয়া (২০) ও আলকাছ আহমেদকে (২৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, বোমাপুর গ্রামের কদর আলীর পুত্র সিরাজুল মিয়ার সাথে আলাই মিয়া পুত্র নশাই মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে নশাই মিয়া তার জমিতে হাঁস থাকার জন্য ঘর তৈরি করতে গেলে প্রতিপক্ষ নশাই মিয়ার উপর হামলা চালায়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com