স্টাফ রিপোর্টার ॥ ব্যবস্থাপক ও আনসারদের বাকবিতন্ডার জের ধরে শাহজীবাজার রাবার বাগানে উত্তেজনা বিরাজ করছে। বাগানের ব্যবস্থাপকের দুর্ব্যবহার ও আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগে বাগানের ব্যবস্থাপক ও আনসার সদস্যদের মাঝে বাকবিতন্ডতা ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। মঙ্গলবার দুপুরে রাবার বাগানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাবার বাগানে কর্মরত একজন আনসার সদস্যের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে আনসার সদস্যদের দোষারোাপ করেন ব্যবস্থাপক। এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গে ব্যবস্থাপক মাহবুবুর রহমান বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কতিপয় শ্রমিক ব্যবস্থাপকের পক্ষ নেয়। আনসার সদস্যরাও তাদের ব্যারাকে অবস্থান নেয়। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, শ্রমিক ও আনসারদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শ্রমিক ও আনসারদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে ভুল বুঝাবুঝির অবসান হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মাধবপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শুভাশিষ চক্রবর্তী জানান, কথা কাটাকাটি নিয়ে ভুল বুঝাবুঝি ছিল। আমরা আলাপ আলোচনার ভিত্তিতে মীমাংসা করে দিয়েছি।
রাবার বাগানের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, আনসারদের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিল। পরে এটি বসে মীমাংসা করা হয়েছে। বর্তমানে বাগানে কাজকর্ম স্বাভাবিক চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com