স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে দুই গাঁজাখোরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেল মিয়া (২৫) ও সুমন মিয়া (২৩) নামে দুই গাঁজাসেবীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com