লাখাই’র বুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিট পুলিশিং সভা

এসএম সুরুজ আলী ॥ লাখাই’র হাওর বেষ্টিত বুল্লা ইউনিয়ন বিট পুলিশিং এলাকায় মাদনা বাজারে বিট পুলিশিং সভা ও এসইএসডিপি উচ্চ বিদ্যালয় এবং ভবানীপুর হাই স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক সভায় অনুষ্ঠিত হয়েছে। পৃথক ৩টি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম। লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী তুহিন, মাদনা এসইএসডিপি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ এমএ ওয়াহাব। অন্যান্যের বক্তব্য রাখেন ভবানীপুর হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষী রানী চক্রবর্তী, নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নেপাল চন্দ্র দাস, আবু বক্কর সিদ্দিকী, ওয়াসিনুল বাবু, ইউপি সদস্য নুরুজ মিয়া, শিক্ষক সোহেল রানা তালুকদার, এসআই সফিকুল ইসলাম, ইউপি সদস্য সাজু মিয়া, পল্লীচিকিৎসক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুনীল সরকার, পল্লী চিকিৎসক অমূল্য রায় প্রমূখ। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম বলেন, লাখাই’র হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর, তেমনি এই অঞ্চলের মানুষের মন মানুষিকতা ভাল। কিন্তু এ অঞ্চলে তুচ্ছ বিষয় নিয়ে গ্রাম্য দাঙ্গা, ঝগড়া বিবাদ হয়ে থাকে। এই দাঙ্গার কারণে এলাকার মানুষ যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সামাজিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দাঙ্গার কারণে জেলার বাহিরে লাখাইসহ হবিগঞ্জ জেলাবাসীর সুনাম নষ্ট হচ্ছে। তাই আমাদের দাঙ্গা প্রতিরোধ করতে হবে। দাঙ্গা প্রতিরোধ হলে সমাজ জীবনে শাস্তি ফিরে আসবে। তিনি আরো বলেন, বাল্য বিবাহ আমাদের সমাজের একটি ব্যাধি। বাল্য বিবাহ জীবনকে অকালে শেষ করে দেয়। তাই ছাত্রছাত্রীসহ সকলে মিলে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। কোন ছাত্রীর মা-বাবা যদি বাল্য বিবাহ দিতে চান তাহলে তাদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে বুঝাতে হবে। অভিভাবকরা এ সম্পর্কে না বুঝলে পুলিশের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করবেন। সে ক্ষেত্রে অভিযোগের যোগাযোগ মাধ্যম সহজ করা হয়েছে। বিনা পয়সায় ৯৯৯ এ কল করে অভিযোগ করা যাবে। পুলিশের পক্ষ থেকে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে। তিনি বলেন, অভিযোগ উঠেছে অত্রাঞ্চলে কিছু মাদক ব্যবসায়ী মদ বিক্রি করছেন। মাদকের ব্যাপারে কিঞ্চিতও ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যস্থা নেয়া হবে। মোবাইল ফোনের অপব্যবহারের ফলে অল্প বয়সেই শিক্ষার্থীদের চোখে সমস্যা হচ্ছে। এর ফলে তাদের চশমা ব্যবহার করতে হয়। তাই মোবাইল ফোনের কোন প্রকার অপব্যবহার করা যাবে না। ১৮ বছরের নিচে কাউকে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য তিনি আহ্বান জানান। পাশাপাশি তিনি জঙ্গিবাদ সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। মাদনা বাজারে অনুষ্ঠিত সভায় বক্তারা কিছু ব্যক্তির বিরুদ্ধে মদসহ অন্যান্য মাদক বিক্রি অভিযোগ তুলেন। এ প্রেক্ষিতে প্রধান অতিথি তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।