এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের কৃষক কটই মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মরম আলীকে (৬০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিলেট ওসমানী নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, মরম আলী বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের কৃষক কটাই মিয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘ ২২ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। সে পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত জরম উল্লার পুত্র। মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত মরম আলীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com