নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীর পাড় গ্রামের আহমদ আবুল কালাম ও তার আপন ভাই ভাতিজার মধ্যে সম্পত্তি নিয়ে দীঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। গতকাল সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের প্রচেষ্টায় এ বিরোধ নিষ্পত্তি হয়। মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে এ নিয়ে এক শালিস বৈঠক বসে। সালিশ বৈঠকের রায় অনুসারে প্রত্যকের হিস্যা মতো জায়গা মাপজোকের মাধ্যমে বুঝিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ নিস্পত্তি করে দেন ইউএনও। উল্লেখ্য, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত তোয়াজ উল্লাহ পুত্র আবুল কালাম আজাদ ও তার আপন ভাইদের মধ্যে জায়গার ভাগ ভাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মাস দুয়েক পূর্বে তোয়াজ উল্লাহর স্ত্রী ফুলবানু তার পুত্র সালাম, আলেকসহ ৮/১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন- হাসান উভয় পক্ষকে ডেকে এনে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করতে বলেন। পাশাপাশি তিনি বিষয়টি বসে দেখার পরামর্শ দিলে গতকাল স্থানীয় ভাবে বসে বিষয়টি নিস্পত্তি হয়। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় গ্রাম্য শালিস ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন বিবদমান পক্ষ।