স্টাফ রিপোর্টার ॥ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার আহবান জানিয়েছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি শিক্ষার্থীদেরকে যেন নিজের সন্তান মনে করে শিক্ষকরা আদর করেন এবং লেখাপড়া করান তাও নিশ্চিত করার আহবান জানান। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার কাজে গতিশীলতা আনয়ন করে এবং দুর্নীতি হ্রাস করে। জনগনের সময় সাশ্রয় হয়। অনলাইন ও ই-নথিতে কাজ করলে নথি পাইনি কেউ বলতে পারবে না। তাই সকল দপ্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি নিয়মিত হাসপাতাল পরিদর্শন করবেন ঘোষনা দিয়ে বলেন, ডাক্তাররা যাতে ঢাকামুখি না হয় এবং শুন্য পদ পূরনের চেষ্টা করবেন তিনি। আর মাদকের বিরুদ্ধে শক্ত অভিযান পরিচালনা করা হবে। এখানে কোন কম্প্রোমাইজ করা হবে না। স্থানীয় সংসদ সদস্যও এ ব্যাপারে আন্তরিক। নদীর পানি দূষনের বিষয়টিও দেখা হবে। এ ব্যাপারে তিনি সবাইকে নিশ্চিত থাকতে বলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রথমে দেখা করে সমস্যার কথা বলব। আলোচনায় সমাধান না হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন করতে হবে। আমরা যার যার আঙ্গিনা এবং অফিস নিজ দায়িত্বে পরিস্কার করব। আমার দায়িত্বকালীন সময়ে ছাদ কৃষিকে আন্দোলন হিসাবে গ্রহণ করব।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হাসান রুবেল, সদর থানার ওসি মাসুক আলী, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মাদকের বিরুদ্ধে শক্ত অভিযান পরিচালনা করার ঘোষণা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com