হবিগঞ্জ পৌরসভায় টিএলসিসি গঠন ও কার্যপরিধি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌরভবনের সভাকক্ষে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। পৌর মেয়র মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন পৌরকাউন্সিলর, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নগর দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি, সিইও/সচিব ও সিডিএ। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউজিআইআইপি-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। পৌরকাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দীলিপ দাস, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম ও খালেদা জুয়েল। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ইউজিআইআইপি’র কমিউনিটি বিশেষজ্ঞ মোঃ আতাহার আলী ও আব্দুল মোতালিব মমরাজসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি