স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতারী পরোয়ানার ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শিমুলঘর গ্রামের শহিদ মিয়া (৩০), একই গ্রামের তকছির মিয়া (৪০), রিয়াজনগর গ্রামের রফিক মিয়া (৩৮) ও একই গ্রামের মনোয়ারা বেগম (৪০)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমরিুজ্জামান জানান, তারা ফৌজদারি মামলায় আদালতের নির্দেশে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিল। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com