চুনারুঘাট প্রতিনিধি ॥ আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে পালনের জন্য চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু। এসআই জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ওসি তদন্ত আলী আশরাফ, পৌর কমিটির সভাপতি ও পৌর মেয়র নাজিম উদ্দিন, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, সদর ইউপি চেয়ারম্যান কাউছার আহমেদ, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, রানীগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, পৌর কমিটির সদস্য সচিব আবুল খয়ের। এতে বক্তব্য রাখেন কাউন্সিলর কাজল মিয়া, মোতাহার হোসেন কদ্দুছ তালুকদার, আঃ সামাদ আজাদ, ইউপি সদস্য মিনারা আক্তার, নৃপেন পাল, আব্দুল হাই প্রিন্স প্রমুখ।
সভায় আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত হয়। ওইদিন আলোচনা সভা, র‌্যালী, কেক কাটা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সদস্য, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।