বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী ফার্মাসিউটিক্যাল্স চাকুরীতে সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫দফা দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কাজী রকিব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাজিদুর রহমান সাজু, সহ-সভাপতি যথাক্রমে কামরুল ইসলাম, সোয়েব হোসেন, জহিরুল ইসলাম জানু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে নাজমুল আলম খান, হুসেনুজ্জামান জীবন, সাংগঠনিক সম্পাদক জুনেদ মিয়া, সম্মানীত সদস্য বখতিয়ার হোসেন, মনির কাজী, তোফাজ্জল হোসেন, তাউস আলম খান প্রমূখ। মানববন্ধনে বক্তারা ফার্মাসিউটিক্যাল্স চাকুরীতে সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com