বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একই রাতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্তের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ইকরাম গ্রামের মৃত জব্বর আলীর পুত্র সিরাজ আলী, ওয়ারেন্টভুক্ত মুরাদপুর গ্রামের মৃত মমতাজ আলীর পুত্র মোঃ সহিদ মিয়া, সহিদ মিয়ার পুত্র মোঃ হারুন মিয়া, মোঃ মিলন মিয়া ও আঃ সহিদ মিয়ার স্ত্রী মোছাঃ নিয়ামত বেগম, দৌলতপুর গ্রামের মন্নর আলীর পুত্র জিয়াউর রহমান, গাজীপুর (বন্দেরবাড়ী) গ্রামের আব্দুর রহিমের পুত্র তারেক মিয়া ও মৃত আব্দুল হেকিমের পুত্র আঃ রহিমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, শীত মৌসুমে আসন্ন ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম.পিপিএম) এর সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত আসামী ধরাসহ বানিয়াচং থানা পুলিশের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com