বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার দিগাম্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হাজীমাদাম গ্রামের আলম উল্লাহর পুত্র সোহেল মিয়া (৩০) ও ভবানীপুর গ্রামের ফজর উদ্দিনের পুত্র মিজান মিয়া (২০)।
সূত্র জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা সেলের পরিদর্শক মো. খাইরুল আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে দিগাম্বর বাজারে পাচারের প্রস্তুতিকালে পিকআপ (ঢাকা মেট্রো-১৫-১৫৮৩) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে পিকআপসহ গ্রেফতারকৃতদের বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com