চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চুনারুঘাট ফ্রেন্ডস সোসাইটি-২০০১ বিডি-ইউএসও ব্যাচ এর আয়োজনে ২শ’ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে সংগঠনের সভাপতি আক্তার সাজুর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, চুনারুঘাটের কৃতি সন্তান আরিফুর রহমান অপু। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালযের উপ-সচিব মাহবুবা বিলকিছ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা, পৌর মেয়র নাজিম উদ্দিন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ উল্লাহ, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন। এতে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান, শেখ তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, ধামালির সভাপতি মোস্তাক বাহার প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com