নিতেশ দেব, লাখাই থেকে ॥ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় লাখাই উপজেলা পরিচালনা ও উন্নয়ন কর্তৃক উপজেলা পরিষদের আয়োজনে গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক ডেলিভারী বিষয়ক স্বাস্থ্যকর্মীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গত বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। ওইদিন সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: মাসুম, ডা: কাজী আব্দুল্লাহ কায়সার, ডা: সৈয়দ আদনান আল আরেফিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় ও স্থানীয় সরকার বিভাগের (জাইকা) জামাল হুসেন প্রমুখ।