স্টাফ রিপোর্টার ॥ ‘বাঙ্গি খেতে বালুর মত, তরমুজ খাইতে পানি, মাইয়া মানুষ এত নিষ্ঠুর আগে না জানি’ গান গেয়ে খ্যাতিমান শিল্পী আশরাফ উদাস মানুষের মন জয় করলেও এই বাঙ্গি খেয়ে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে হাসাপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।
সূত্র জানায়, ওই গ্রামের কৃষক জিতু মিয়া তার বাঙ্গি ক্ষেত থেকে শনিবার বিকেলে একটি বাঙ্গি এনে তার স্ত্রী মাহমুদা আক্তারকে (৩২) দেন। পরে ওই বাঙ্গি খেয়ে কন্যা নিপা আক্তার (১৪), পুত্র লিটন মিয়া (১৭) ও জিতু মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
এ ব্যাপারে সদর হাসাপতালের কর্তব্যরত ডাক্তার হায়দার আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুড ফয়জনিংয়ে এমনটা হতে পারে। তবে ভয়ের কোন কারণ নেই, পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com