স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর থেকে মাদক মামলার পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৩টার সময় সদর থানার এসআই সাহিদ মিয়া ও আব্দুর রহিমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল ওই এলাকার ভিংরাজ মিয়ার পুত্র আতিক মিয়া (৩০) ও একই এলাকার আব্দুর রহমানের পুত্র আরিফ মিয়া (৩২)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিল। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com