স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় কনসালটেন্ট ডায়াগনস্টিক সেন্টারের আংশিক, আল-ফালাহ ডায়াগনস্টিক সেন্টারের আংশিক, রয়েল ফুড চাইনিজ রেস্টুরেন্টের সামনের অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে মুক্তিযোদ্ধাদের নির্মিত আলাদা ভবন ও কমপ্লেক্সের পেছনে খোয়াই নদীতে অবৈধভাবে তৈরি করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। এ সময় সঠিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে যাওয়ার জন্য নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ উচ্ছেদ অভিযানের শুরুতেই বলেছিলেন উচ্ছেদে কাউকে ছাড়া দেয়া হবে না। তিনি প্রতিদিন উচ্ছেদ অভিযান মনিটরিং করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com