লাখাইয়ে ৫ দিনব্যাপী ভাসমান বীজতলা তৈরি ও উন্নত জাতের হাঁস পালন প্রশিক্ষণ উদ্বোধন

এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তুলছে মহিলা বিষয়ক অধিদপ্তর। কম্পিউটার, সেলাই, বিউটি পার্লারসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা কর্মসংস্থানে নিয়োজিত হচ্ছেন। গ্রাম ও হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত মহিলাদের ভাসমান বীজতলা তৈরি ও বিষমুক্ত সবজি চাষ এবং উন্নত জাতের হাঁস পালনের উপর উন্নতমানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে। হাওর এলাকার সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধি কর্মসূচির আওতায় ভাসমান বীজতলা তৈরি ও বিষমুক্ত সবজি চাষ এবং উন্নত জাতের হাঁস পালনের লক্ষ্যে শনিবার লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম বলেন- বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করছে। মহিলা অধিদপ্তরের মাধ্যমে আমরা হবিগঞ্জে হাজারো নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার জন্য কাজ করছি। লাখাইয়ে ৫দিনে ভাসমান বীজতলা তৈরি ও বিষমুক্ত সবজি চাষের উপর ৮০ জন ও উন্নত জাতের হাঁস প্রতিপালনের ২০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের পর কর্মসূচির মাধ্যমে ৮০জনকে ভাসমান বাঁশের চাটাই-এর মাচা তৈরি করে দেয়া হবে এবং ২০জনকে উন্নতমানের ৪ মাসের হাঁস প্রদান করা হবে। ওই হাঁস থেকে ১ মাসের মধ্যে ডিম উৎপাদন হবে।