নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রিপাতপুর গ্রামবাসীর উদ্যোগে বিজয় দাশের বাড়িতে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২তম জন্মতিথি তালনবমী তিথি উপলক্ষে বিশেষ সৎসঙ্গ অধিবেশন বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, রশময় শীল, শিক্ষক সুব্রত দাশ, রাখাল চন্দ্র দাশ, দাশ, কাজল আচার্য্য, রতিশ দাশ, নিতেশ দাশ, প্রদীপ দাশ, সুশান্ত শীল, রবীন্দ্র পাল, বাবুল পাল, দিপক পাল, বিক্রম পাল, সংগ্রাম পাল, ক্ষিতিশ সরকার, মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, হৃদয় শীল, বিদ্যুত দাশসহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে ভক্তবৃন্দের মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com