স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খুব দ্রুত রাজাকারদের তালিকা প্রণয়ন করা হবে। আগামী মার্চের মধ্যেই রাজাকারদের প্রাথমিক তালিকা করতে পারব। শনিবার ভারতের ত্রিপুরা থেকে ফেরার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশ কাজ করছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
শুক্রবার ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় যান মন্ত্রী।
উল্লেখ্য, একাত্তর সালের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধে জড়িতদের বিচার শুরুর পর প্রায় এক দশক আগে রাজাকারের তালিকা তৈরির দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com