পরিচ্ছন্ন হবিগঞ্জ গড়তে নতুন ডাস্টবিন

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্ন হবিগঞ্জ গড়তে পৌর এলাকার জনবহুল স্থানগুলোতে বসানো হয়েছে নতুন ডাস্টবিন। ‘আমাকে ব্যবহার করুন’ গায়ে লেখা লোহার তৈরি বিশেষ ধরনের ডাস্টবিনগুলো এখন শোভা পাচ্ছে হবিগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ডাস্টবিনগুলো থেকে ট্রাকে করে বর্জ্য তুলে নিয়ে যাচ্ছেন। হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান চলমান পরিচ্ছন্নতা অভিযান আরও বেগবান করতে লোহার ডাস্টবিন স্থাপন করার উদ্যোগ নেন। মেয়র বলেন ‘আমি নির্বাচিত হওয়ার আগে পৌরবাসীকে কথা দিয়েছিলাম শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলবো। সেই অঙ্গিকার পূরণ করার জন্য আমি আমার পরিষদকে সাথে নিয়ে ইতিমধ্যে পরিচ্ছন্নতা অভিযান বেগবান করেছি। দিনে ও রাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ছাড়াও বড় ড্রেন পরিস্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে।’ হবিগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে অতিরিক্ত শ্রমিক নিয়োজিত করার মাধ্যমে বর্তমানে অভিযান পরিচালিত হচ্ছে। শহরের রাস্তাঘাট ও মার্কেটগুলোর সামনে লোহার বিশেষ ধরনের ডাস্টবিন ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। মেয়র মিজানুর রহমান মিজান বলেন ‘সবার আন্তরিক সহযোগিতা থাকলে হবিগঞ্জ শহরকে আরো পরিচ্ছন্ন এবং আরো সুন্দর করে তোলা সম্ভব হবে।’ হবিগঞ্জ পৌরসভায় ইতিমধ্যে স্থাপনকৃত ডাস্টবিনগুলো ব্যবহার করতে শুরু করেছেন পৌর নাগরিকবৃন্দ। এতে করে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে রাস্তাগুলো পরিচ্ছন্ন হয়ে উঠছে। মেয়র মিজানুর রহমান মিজান বাসা-বাড়ি ও দোকানপাটের বর্জ্য নিয়মিত সিডিসি’র ভ্যানগাড়িতে দিয়ে এবং রাস্তাঘাটে ময়লা-আবর্জনা না ফেলে ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলে শহরকে আরো পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে পৌরবাসীর প্রতি আহবান জানান।