চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে চুনারুঘাট থানায় অভিযোগ করেছেন ছাত্রীর পিতা সফিক মিয়া।
অভিযোগে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খা আবাদ গ্রামের মোঃ সফিক মিয়ার মেয়ে ও পাইকপাড়া আজগর আহমদ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রীকে (১৪) গত ৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় মাদ্রাসার পূর্বের রাস্তা থেকে নয়ানী গ্রামের তৈয়ব আলীর ছেলে মোঃ সুমন মিয়া (৩৫) সহ তার লোকজন অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে কোথাও না পেয়ে ৭ সেপ্টেম্বর অপহৃতা ছাত্রীর পিতা সফিক মিয়া বাদী হয়ে সুমন সহ ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
থানার ওসি শেখ নাজমুল হক বলেন- ছাত্রীকে উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com