সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে ডাকাতি মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শায়েস্তাগঞ্জ থানার অলিপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার পুত্র মোঃ আলমগীর (২৩) ও লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের সায়েদ মিয়ার পুত্র সফিক মিয়া (২৫)।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাখাই উপজেলার বামৈ গরু বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান- আসামীদ্বয়ের বিরুদ্ধে লাখাই থানায় একাধিক মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com