নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী (১৩) অপহরণের তিন দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারী ফয়সলকে আটক করা হয়েছে। আটক ফয়সল কালেঙ্গা এলাকার মৃত সফর আলীর ছেলে।
সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে ফয়সল কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে ঢাকা নিয়ে যায়। ঘটনার তিন দিন পর ঢাকার মতিঝিল এলাকায় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করে। পরদিন মতিঝিল থানা পুলিশ বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করলে চুনারুঘাট থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ ঢাকায় গিয়ে মতিঝিল থানা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ফয়সলকে আটক করে থানায় নিয়ে আনে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, অপহৃতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করতে শনিবার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com