রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘টেকসই নারী উন্নয়ন’ এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে এক ঝাঁক স্কুল ছাত্রীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া শুরু করেছে সরকারের আইসিটি বিভাগের ভ্রাম্যমান ইউনিট। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই প্রশিক্ষণ শুরু হয় শনিবার সকাল ১১টায়। এতে দুই শিফটে অংশ নেয় হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ২৪ ও ২৩ জন শিক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার এবং শিক্ষক জয়দেব রায়, শিক্ষক পূর্ণিমা রানী, শিক্ষক রাজিব সেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সংশ্লিষ্ট ভ্রাম্যমান ইউনিটের কো-অর্ডিনেটর নাজমুল হাসান ও আতিবুর রহমান রাতুল। এদিকে সংশ্লিষ্ট ইউনিটের এক কো-অর্ডিনেটর জানান, ইতোমধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণ ব্যাপকভাবে উৎসাহ সৃষ্টি করায় একই স্থানে তা আরও অন্তত দুই দিন অব্যাহত থাকবে। যার মাধ্যমে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা ইচ্ছে করলে ঘরে বসে বা অন্যত্র চাকুরী নিয়ে নিজেই আর্থিকভাবে সাবলম্বী হতে পারবে। আর টেকসই নারী উন্নয়নে এটাই বর্তমান সরকারের এখনকার লক্ষ্য।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com