স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৯ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত পিচ্চি সুমনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সুমন ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, ১৫/২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ওই সড়কে ডাকাতি করার প্রস্তুতি নেয়। গোপন সূত্রে এ খবর জানতে পেরে তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ধর্ষ সুমনকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, একটি ছোরা, একটি গাছ কাটার করাত ও কুড়াল উদ্ধার করে পুলিশ। ধৃত সুমনের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি, চুরি ও পুলিশ এসল্ট সহ ৯টি মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com