স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ৮ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসব বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল আধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
উদ্বোধন শেষে এমপি আবু জাহির মুসলিমা ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ে পৃথক সুধী এবং শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এলজিইডি’র লাখাই উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী ওবায়দুল বাশার জানান, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৯০ লাখ টাকা ব্যয়ে মুসলিমা ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলা ভবন, লালচান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৩ তলা ভবন, ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ফুল বাড়িয়া মাদ্রাসা ভবন, ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন ও ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ফুলবাড়িয়া মাদ্রাসা থেকে ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা।
সুধী সমাবেশে বিএনপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতির সমালোচনা করে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ জনবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষিসহ সকল ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমরা দুর্নীতিতে বিশ^াসী না। ইতোমধ্যে অবহেলিত লাখাইকে আমরা উন্নয়নের ¯্রােতে যুক্ত করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশার লোকজনকে আন্তরিক থাকার অহবান জানান তিনি।
লাখাইয়ে ৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করে এমপি আবু জাহির বললেন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com