স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছেন বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন এমন দেড়শ জনকে কারণ দর্শানোর নোটিস দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিল, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রসেস কীভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি। রোববার পর্যন্ত ১৫০ এর মতো শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে। বিদ্রোহী প্রার্থীর মদদদাতা হিসেবে মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও অভিযোগ এসেছিল। তারা নোটিশ পাচ্ছেন কি না-জানতে চাইলে কাদের বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা, তারাও শোকজ পাবেন। মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারে। যাদের বিরুদ্ধে বিদ্রোহ করা ও মদত দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।
নোটিসে কারণ দর্শানোর জন্য বলা হবে, জবাব সন্তোষজনক না হলে সাময়িকসহ স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে সারা দেশে প্রায় পাঁচ শতাধিক নেতা আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। যার মধ্যে প্রায় দুই শতাধিক নেতা স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল পদ-পদবীতে রয়েছেন।
সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বি এম মোজাম্মেল হক, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।