স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর থেকে ঋণখেলাপী মামলায় ২ বছরের সাজা ও ৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামী ফেরদৌস-উর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কাশিপুর থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের আব্দুর রহমানের পুত্র। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় সে সাজাপ্রাপ্ত এবং ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com