স্টাফ রিপোর্টার ॥ সংবাদ প্রকাশের পর অবশেষে জুয়াড়িদেরকে ধরতে পুলিশ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ উবাহাটা টাওয়ারের নিকট মাদক স¤্রাট আজগর আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেফতার করে। তখন তাদের কাছ থেকে জুয়ার নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার দিয়াগাঁও গ্রামের মৃত মুনছুব উল্লার পুত্র তাহের মিয়া (৪০), উবাহাটা গ্রামের সিদ্দিক আলীর পুত্র জাবেদ আলী (৪০), রজব আলীর পুত্র নুর মিয়া (২৫), সদর উপজেলার বামকান্দি গ্রামের আদিম উল্লার পুত্র আবু সাঈদ (৩০), আষেঢ়া গ্রামের রইছ মিয়ার পুত্র শাহিন মিয়া (৩৫), নবীর হোসেনের পুত্র দুলাল মিয়া (২৫), রিচি গ্রামের মৃত কদর আলীর পুত্র বদরুল (৩৫), শায়েস্তাগঞ্জ নিজগাও গ্রামের মৃত আইন উল্লা মিয়ার পুত্র ফরিদ মিয়া (৩৫) ও নাছিরনগর ধরমন্ডল গ্রামের জজ মিয়ার পুত্র শাহিন মিয়া (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com