হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হেমেন্দ্র স্যার স্মৃতি বৃত্তি প্রদান গতকাল শনিবার দুপুরে বিদ্যালয়ের সতীর্থ ’৮৩ ব্যাচ এর মঞ্চে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ১৯৮৩ সালের এসএসসি ব্যাচ সতীর্থ ’৮৩ এর আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধার্থ শংকর তালুকদার পল্লব। মহিব উদ্দিন আহমেদ সোহেলের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামছুর রহমান, সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল কাইয়ূম। বক্তব্য রাখেন সতীর্থ ৮৩ ব্যাচ এর জিয়াউল হাসান তরফদার মাহীন, অ্যাডভোকেট সৈয়দ কামরুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, মোঃ আব্দুল বাসেত, মোঃ নাছির উদ্দিন, কমলা কান্ত দেব বিভু, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী রাজ বিশ^াস ও মোঃ রাফি আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com