মাঠে গরু চড়াতে গিয়ে মৌমাছির শিকার এক কৃষক

মো. টিপু মিয়া ॥ শত শত মৌমাছির কামড়ে অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব ওবাহাটা গ্রামের মোঃ ফেরদৌস মিয়ার পুত্র মোঃ মুক্তার মিয়া (১০)। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তর্তি করা হয়েছে। রবিবার বিকালে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পিতা ফেরদৌস মিয়া জানান, দ্বিতীয় শ্রেণীর ছাত্র মুক্তার স্কুলের ক্লাস শেষে হেঁটে বাড়িতে ফিরছিল। ওই সময় রাস্তার পাশে মৌমাছির চাক একটি গাছের নিচে আসামাত্র একই গ্রামের বারেক মিয়া (৫৮) ওই মৌমাছির চাকে ঢিল মারে। সাথে সাথে মৌমাছিগুলো শিশু মুক্তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। মুক্তার শত শত মৌমাছির কামড়ের যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তার বাবা মা’কে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে এনে ভর্তি করেন।
অপরদিকে, হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল হাইর পুত্র আব্দুল আওয়াল (৫৮) নামে এক কৃষক গতকাল ৫টায় মাঠে গরু রাখার সময় একদল মৌমাছি তার শরীরে কামড় দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।