চব্বিশ ঘন্টায় হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন ॥ অধিকাংশই শ্রমিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে হবিগঞ্জে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের বেশীরভাগই বিভিন্ন কোম্পানীর শ্রমিক। এতে জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেইে ডেঙ্গু আক্রান্তের ভয়ে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে বেশীরভাগই মাধবপুর উপজেলার শাহজিবাজার দরগা গেইট স্টার সিরামিক্সের শ্রমিক। গত শনিবার রাত ১২টা থেকে রবিবার বিকাল পর্যন্ত ওই কোম্পানীর শ্রমিক ইসমাঈল হোসেন, আজিজুল ইসলাম, বাদল মিয়া, আব্দুর রশিদ, রিপন, বেলু মিয়া, মমিন মিয়া, মিজান মিয়া ছাড়াও চুনারুঘাট উপজেলার সতং গ্রামের দুলাল মিয়া, শাহেদ আহমেদ ও মাধবপুর উপজেলার উজ্জলপুর গ্রামের আলমগীরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।