যারা সরকারি চাকুরি লাভ করতে পারেন না, তারা গিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন। আর যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করেন তারা নিঃসন্দেহে বেসরকারি শিক্ষকদের থেকে তুলনামূলক ভাল পাঠদান করবেন। তাই সকলের সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে অবশ্যই তাদেরকে সরকারি স্কুলে ভর্তি করতে হবে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চেয়ে দক্ষ এবং মেধাবী লোকজনকে নিয়োগ দেয়া হয় সরকারিভাবে। যারা সরকারি চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হতে পারেন না, তারা গিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন। আর যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করেন তারা নিঃসন্দেহে বেসরকারি শিক্ষকদের থেকে তুলনামূলক ভাল পাঠদান করবেন। তাই সকলের সন্তানের সুশিক্ষা নিশ্চিত করতে অবশ্যই তাদেরকে সরকারি স্কুলে ভর্তি করতে হবে। রবিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের রাধানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধ পরিকর। বিশেষ করে সকল এলাকার শিশুরা যাতে শিক্ষার আওতায় এসে যায়, সে ব্যাপরে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। এক সময় গ্রামঞ্চলের শিশুরা কাপড়-চোপর পেত না গায়ে দেয়ার জন্য। বিগত ১১ বছরে দেশের দারিদ্র্য দূর করেছে বর্তমান সরকার। যে কারণে এখন গায়ে কাপড়-চোপড় ছাড়া শিশু খুব কমই দেখা যায়। এ সময় তিনি আন্তরিকতার সাথে পাঠদান করতে শিক্ষক-শিক্ষিকার প্রতি আহবান জানান।
হবিগঞ্জ সদর উপজেলার উপ সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম জানান, গতকাল রবিবার এমপি আবু জাহির ৯০ লাখ টাকা ব্যয়ে লস্করপুর ইউনিয়নের রাধানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ৭৯ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা থেকে কটিয়াদি বাজার পর্যন্ত রাস্তার কার্পেটিং ও ৯৮ লাখ টাকা ব্যয়ে আউশপাড়া থেকে হাতির থান পর্যন্ত দু’টি রাস্তার কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আবু জাহির।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজ, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী অমিয় চক্রবর্তী, মকসুদ আলী, জাহেদুর রহমান জাহেদ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত। সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
রাধানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়া ভবন উদ্বোধন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com