স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির বলেছেন, জাতির পিতা সারাটি জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির মুক্তির জন্য, বাঙালির স্বাধিকারের জন্য, যার জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরাই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
রবিবার বিকেলে বাহুবল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাহুবল মধ্য বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই’র পরিচালনায় উক্ত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, সহসভাপতি আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বশীর আহমেদ, আব্দুল কদ্দুস মেম্বার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল গফফার মিল্লাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাইদ আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তরুণ লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাহুবলে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোকসভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com