বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়নের তোপখানা মহল্লার নিরীহ ৪ পরিবারকে সমাজচ্যুত করে সরকারি নলকূপের পানি নিতে নিষেধ করা এবং কোরবানির এজমালির মাংস না দেওয়ার প্রতিবাদে এবং সমাজপতি আজমল হোসেনকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার তোপখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার সর্বস্তরের নারী পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে সামাজিক বিচারের নামে সমাজপতি আজমলের অন্যায় অবিচারের বর্ণনা দেন এবং অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজচ্যুত পরিবারের সদস্য, ছালেক মিয়া, ছায়েদ উল্লা কামাল মিয়া প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com