স্টাফ রিপোর্টার ॥ ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ আ’লা হযরত ইমাম আহমেদ রেযা (রাঃ) ফাউন্ডেশন। রবিবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আ’লা হযরত ইমাম আহমেদ রেযা (রাঃ) ফাউন্ডেশনের হবিগঞ্জ এর সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শাহপরান দাখিল মাদ্রাসার সুপার মুফতি মহিউদ্দীন নঈমী, হবিগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কুতুব উদ্দিন, মাসুম বিল্লাহ, জয়নাল আবেদীন, মোঃ মোহন আলী রেজভী, মাওলানা মুজিবুর রহমান আলকাদরী, হাফেজ শাহ আলশ চৌধুরী শাকিল, মাওলানা সামছুল হক, মোঃ আবু তাহের, আলহাজ্ব সৈয়দ মামুনুর রশিদ, অ্যাডভোকেট আমিনুল হক চৌধুরী নোনাম, হাফেজ আমিনুল হক, মোঃ ইকবাল হোসেন সজল, সাইফুর রহমান সুমন, মিজানুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে কাশ্মিরের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক মন্ডলী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্রকার প্লেকার্ড ও ফেস্টুন সহকারে অংশগ্রহণ করেন। পরিশেষে কাশ্মীরের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com