হবিগঞ্জ পৌরসভার শ্যামলী জামে মসজিদের মোয়াজ্জিন জটিল রোগে আক্রান্ত ক্বারী মোঃ ইকবাল চৌধুরীর চিকিৎসার জন্য ৮৩ হাজার ৮শ’ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। তাঁর শহরের চিড়াকান্দিস্থ বাসভবন এবং হবিগঞ্জ পৌরসভায় বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের পক্ষ থেকে মোতাহের হোসেন রিজু এবং নজমুল সাদাত তুহেল অসুস্থ ইকবাল চৌধুরী ও তার সহধর্মিণীর নিকট আর্থিক সহযোগিতা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান, হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইএফসি সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক কমিউনিটি লিডার নজমুল সাদাত তুহেল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইব্রাহিম খলিল সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা, সাবেক জেলা ক্রিকেট দলের খেলোয়াড় বিশিষ্ট ক্রীড়া সংগঠক তৌফিকুল ইসলাম তৌফিক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা, সাবেক ছাত্রনেতা তরুণ ব্যবসায়ী আরিফ হোসাইন, বিশিষ্ট ব্যাংকার রোটারিয়ান দিবাকর পাল, বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন মনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ধারাভাষ্যকার রোমেল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ সুলতান মোঃ কাওছার প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ ইকবাল চৌধুরীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য ‘বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’র সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দেশ ও প্রবাসের বিওবানদের অসুস্থ ইকবাল চৌধুরীকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে আর্থিক সহযোগিতার অর্থ হস্তান্তরে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত চৌধুরীসহ সকল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com